রুথ 1:21
যখন চলে গিয়েছিলাম তখন যা চেয়েছি সবই পেয়েছিলাম| কিন্তু আজ প্রভু আমার জন্যে নিজের দেশ ছাড়া আর কিছুই দেন নি| প্রভু আমায শুধু দুঃখই দিয়েছেন| তাই কেন তোমরা আমাকে ‘সুখী’ বলে ডাকবে? সর্বশক্তিমান ঈশ্বর আমায় অশেষ কষ্ট দিয়েছেন|”
I | אֲנִי֙ | ʾăniy | uh-NEE |
went out | מְלֵאָ֣ה | mĕlēʾâ | meh-lay-AH |
full, | הָלַ֔כְתִּי | hālaktî | ha-LAHK-tee |
and the Lord | וְרֵיקָ֖ם | wĕrêqām | veh-ray-KAHM |
again home me brought hath | הֱשִׁיבַ֣נִי | hĕšîbanî | hay-shee-VA-nee |
empty: | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
why | לָ֣מָּה | lāmmâ | LA-ma |
then call | תִקְרֶ֤אנָה | tiqreʾnâ | teek-REH-na |
Naomi, me ye | לִי֙ | liy | lee |
seeing the Lord | נָֽעֳמִ֔י | nāʿŏmî | na-oh-MEE |
hath testified | וַֽיהוָה֙ | wayhwāh | vai-VA |
Almighty the and me, against | עָ֣נָה | ʿānâ | AH-na |
hath afflicted | בִ֔י | bî | vee |
me? | וְשַׁדַּ֖י | wĕšadday | veh-sha-DAI |
הֵ֥רַֽע | hēraʿ | HAY-ra | |
לִֽי׃ | lî | lee |
Cross Reference
যোব 1:21
তিনি বললেন:“যখন আমি জন্মেছিলাম আমি নগ্ন ছিলাম, যখন আমি মারা যাবো তখনও আমি নগ্ন থাকব| প্রভু দেন এবং প্রভুই নিয়ে নেন| প্রভুর নামের প্রশংসা করো!”
সামুয়েল ১ 2:7
প্রভুই কাউকে গরীব করেন, আবার কাউকে ধনে ভরে দেন| কাউকে নম্র করেন, আবার কাউকে সম্মান দেন|
যোব 10:17
আমি য়ে ভুল করেছি, এটা প্রমাণের জন্য আপনি নতুন সাক্ষী নিয়ে আসেন| বার বার নানা ভাবে আপনি আমার প্রতি রাগ প্রদর্শন করবেন, আমার বিরুদ্ধে একের পর এক সৈন্যদল পাঠাবেন|
যোব 13:26
ঈশ্বর, আমার সম্পর্কে আপনি মন্দ কথা বলেন| যখন আমি অল্প বয়স্ক ছিলাম তখনকার পাপের জন্য আপনি আমায় শাস্তি দিচ্ছেন|
যোব 16:8
আপনি আমায় শীর্ণ ও দুর্বল করে দিয়েছেন, এর অর্থ, লোকে মনে করে য়ে আমি অপরাধী|
মালাখি 3:5
আমি তোমাদের কাছে বিচার করতে আসব এবং যারা যাদুবিদ্যা অভ্যাস করে, যারা ব্যভিচারী, যারা মিথ্যা ভাবে প্রতিশ্রুতি করে, যারা মজুরদের ঠকায়, বিধ্বা ও পিতৃহীনদের যারা সাহায্য করে না, যারা বিদেশীদের প্রতি অন্যায় করে আর আমাকে ভয় পায় না তাদের বিরুদ্ধে সাক্ষী দেব!” সর্বশক্তিমান প্রভু এই কথা বলেন|